মুম্বই, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃতদেহ রবিবার দুপুরে পেডার রোডের বাসভবন ‘প্রভুকুঞ্জে’ আনা হয়েছে।
লতা মঙ্গেশকরকে সম্পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হবে।
এর আগে কেন্দ্রীয় সরকার লতা মঙ্গেশকরের স্মরণে দুদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় শোকের সময়, ভারত জুড়ে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে ওড়ানো হয় এবং কোনও আনুষ্ঠানিক বিনোদন থাকবে না। পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিংবদন্তি গায়িকা রবিবার সকালে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে গায়কের চিকিৎসা করা ডাঃ প্রতিত সামদানি জানিয়েছেন, একাধিক অঙ্গ ব্যর্থতার কারণে লতা মঙ্গেশকর মারা গেছেন।

