Irreparable loss : লতার প্রয়াণ অপূরণীয় ক্ষতি: সুকান্ত মজুমদার

কলকাতা,৬ জানুয়ারি (হি. স.): রবিবার মাল্টি অর্গান ফেলিওর হয় মৃত্যু গায়িকা লতা মঙ্গেশকরের। ভারতের কোকিল কন্ঠের প্রয়াণে শোকস্তব্ধ সংগীত মহল থেকে রাজনৈতিক মহল । লতার প্রয়াণে টুইট করে শোক জ্ঞাপন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ।

লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ সুকান্ত লেখেন, ”লতা মঙ্গেশকর জির প্রয়াণ সম্পর্কে জেনে গভীরভাবে শোকাহত । তার কণ্ঠ কয়েক দশক ধরে মানুষকে মুগ্ধ করেছে । এটা জাতির জন্য বড় ক্ষতি । তিনি আগামী প্রজন্মের অনুপ্রেরণা । তার লক্ষ লক্ষ ভক্ত এবং পরিবারের প্রতি আমার সমবেদনা । ওম শান্তি ”।

২৮ দিনের কঠিন লড়াইয়ের অবসান ঘটল এদিন। রবিবার মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালেই প্রয়াত হলেন বছর ৯২- র লতা।

শনিবার দুপুরেই স্বাস্থ্যের অবস্থার অবনতী ঘটে তার । তখন থেকেই চলছিল অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট । রাতের দিকে অবস্থার উন্নতিও ঘটলেও রবিবার ভোরে স্বাস্থ্যের অবস্থার অবনতী হয় লতার । সকাল ৮.১২ মিনিটে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লতা ।