নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ যুবরাজনগরের বর্তমান বিধায়ক তথা প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ এর মৃত্যুর প্রায় সাথে সাথেই শাসক দলের সম্ভাব্য প্রার্থী নিয়ে তৎপরতা তুঙ্গে হয়ে উঠেছে৷ সম্ভাব্য উপনির্বাচনকে সামনে রেখেই প্রার্থীদের দৌড় শুরু হয়েছে৷শেষ কয়েক বছরে যুবরাজ নগরে বামফ্রন্ট ক্ষমতায় না থাকায় অনেকটাই দুর্বল হয়ে পড়েছে৷তার ওপর বিমুখ হয় বেশকিছু বামফ্রন্টের নেতা দলীয় কার্যকলাপ বন্ধ করে ঘরে বসে বসে গেছে৷এখনো ২০২৩ এর নির্বাচনের আরো এক বছরে উপর সময় রয়ে গেছে৷তাই উপনির্বাচন সম্ভাব্য হয়ে দাঁড়িয়েছে৷উল্লেখ্য যুবরাজনগর বিধানসভা এলাকায় প্রায় ৫৫ শতাংশ ওবিসি ভোটার রয়েছে৷ তাই প্রত্যেক দলের উদ্দেশ্য থাকে ওবিসি ভোটব্যাংকে নিজেদের আয়ত্তে আনতে৷ তাই এলাকার ভোটারদের কথা ভেবে সব দলই প্রার্থী দিয়ে থাকে৷ বর্তমান যুবরাজনগর বিধানসভা এলাকায় যে তিনজন শাসকদলীয় ওবিসি প্রার্থীর নাম উঠে এসেছে তাদের মধ্যে রয়েছেন জেলা সভানেত্রী মলিনা দেবনাথ, যুবনেতা গত নির্বাচনে বাগবাসা কেন্দ্রের বিজেপি বিজিত প্রার্থী তথা রাজ্য ওবিসি সেলের ডাইরেক্টর এডভোকেট প্রদীপ কুমার নাথ এবং এলাকার যুবকদের প্রিয় প্রখ্যাত চিকিৎসক ডক্টর তমজিত নাথের নাম৷ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক টিংকু রায় এই দৌড়ে প্রাথমিকভাবে এগিয়ে থাকলেও এলাকা মানুষের মতামতকে প্রাধান্য দিতে গিয়ে একজন ওবিসি নেতাই এই কেন্দ্রের প্রার্থী হবে বলে বিভিন্ন মহল থেকে খবর উঠে আসছে৷ গত নির্বাচনে এই কেন্দ্রের বিজিত প্রার্থী যাদব লাল নাথ একজন প্রার্থী হিসেবে দাবিদার থাকলেও এলাকায় ভাবমূর্তি নিয়ে একটা প্রশ্ণ চিহ্ণ হয়ে দাঁড়িয়েছে সময়ে কে শাসক দলের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে তাই দেখার?
2022-02-06