নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : গত বেশ কয়েকদিন ধরেই কর্ণাটকে কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এবার এই বিষয়ে মুখ খুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এই বিষয়ে শনিবার রাহুল গান্ধী বলেন, ‘শিক্ষার্থীদের হিজাবকে তাদের শিক্ষার পথে বাধা হতে দিয়ে আমরা ভারতের মেয়েদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছি। মা সরস্বতী সকলকে জ্ঞান দান করেন। তিনি পার্থক্য করেন না।’
উল্লেখ্য, কর্ণাটকের উডুপি জেলায় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের হিজাব পরারউপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিয়ে মামলা গড়িয়েছে কর্ণাটক হাই কোর্ট পর্যন্ত। গতকালই তিনটি কলেজে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয় যে ক্লাসে হিজাব পরে ঢোকা যাবে না। এরপরই বিক্ষোভ প্রদর্শন করতে রাস্তায় বসেন মুসলিম ছাত্রীরা। তাদের সঙ্গে যোগ দেয় মুসলিম যুবকরাও। পুলিশও মোতায়েন করতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।
উল্লেখ্য, গতবছরের ২৮ জিসেম্বর হিজাব পরা নিয়ে প্রথম ঝামেলা হয় উডুপি গভর্নমেন্ট স্পন্সরড কলেজে। এরপরই একে একে আরও চারটি শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ করা হিজাব।