Arvind Kejriwal : এবার উত্তরাখণ্ড; তিন-দিনের সফরে দেবভূমিতে কেজরিওয়াল, দলের হয়ে করবেন প্রচার

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): গোয়া, পঞ্জাবের পর উত্তরাখণ্ড। দেবভূমিতে ঝাঁপিয়ে পড়তে চাইছে আম আদমি পার্টি (আপ)। তিন-দিনের সফরে রবিবার, ৬ ফেব্রুয়ারি উত্তরাখণ্ড যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। এই তিন-দিন উত্তরাখণ্ডের বিভিন্ন প্রান্তে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করবেন কেজরিওয়াল।

৭০ আসন বিশিষ্ট উত্তরাখণ্ডে ভোটগ্রহণ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি, ফল ঘোষণা হবে ১০ মার্চ। উত্তরাখণ্ডে এক দফাতেই হবে ভোটগ্রহণ। হাতে বেশি সময় আর নেই, এই পরিস্থিতিতে রবিবার, ৬ ফেব্রুয়ারি উত্তরাখণ্ড যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপ সূত্রের খবর, এই তিন-দিন উত্তরাখণ্ডে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করবেন কেজরিওয়াল।