কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি.স.): শুক্রবার রাত পর্যন্ত যে আবহাওয়া ছিল, তাতে অনেকেই মনে করেছিলেন সরস্বতী পুজোটা এবার হয়তো পন্ড হয়ে যাবে। কিন্তু, শনিবার সকালের আকাশ বুঝিয়ে দিল, সরস্বতী পুজো এবার পন্ড হবে না। শনিবার সকালে কলকাতার আকাশ ছিল মেঘমুক্ত, রোদ ঝলমলে। শীতের আমেজ উধাও হলেও, আগের রাতের বৃষ্টির জন্য হালকা ঠান্ডা মালুম হয়েছে। শুক্রবারের তুলনায় শনিবার কলকাতায় একধাক্কায় তিন ডিগ্রি নেমেছে পারদ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে আগামী কয়েকদিন ৩ থেকে ৪ ডিগ্রি কমবে তাপমাত্রা। পারদ নামায় ফিরবে শীতের আমেজ।
বাগদেবীর আরাধনায় মেতেছে আপামর বাঙালি। বসন্ত পঞ্চমীতে রাজ্যজুড়ে উত্সবের আমেজ৷ বাণী বন্দনাকে সামনে রেখে এদিন বাঙালির ভ্যালেন্টাইনস ডে-ও বটে। সকাল থেকেই বাসন্তী শাড়ি আর পাঞ্জাবিতে সেজে ওঠেন তরুণ-তরুণীরা। ঘরে ঘরে চলে বাগদেবীর আরাধনা৷ করোনা আবহে স্কুল-কলেজে বাণী বন্দনার আয়োজনে কড়াকড়ি থাকলেও, পুজোর আনন্দে সামিল ছাত্র-ছাত্রীরা। মাস্ক আর স্যানিটাইজার সঙ্গে নিয়েই চলে পুষ্পাঞ্জলি।

