BJP : পুরভোট : হাইলাকান্দি-লালায় প্রভারি নিযুক্ত বিজেপি-র

হাইলাকান্দি (অসম), ৫ ফেব্রুয়ারি (হি.স.) : আসন্ন পুরসভা নির্বাচনে আঁটঘাট বেঁধে মাঠে নামছে শাসক বিজেপি। হাইলাকান্দি জেলার দুটি পুরবোর্ড যাতে এবার প্রথমবারের মতো নিজের কবজায় রাখা যায়, এর জন্য স্বপার্ষদ সভাপতি স্বপন ভট্টাচার্য রীতিমতো কোমর কষে ময়দানে নেমে পড়েছেন। আর পুরভোটের প্ৰতি লক্ষ্য রেখে দল হাইলাকান্দি পুরসভার ১৬টি এবং লালা নগর সমিতির ১০টি ওয়ার্ডের জন্য দলের দুজন কার্যকর্তাকে একেকটি ওয়ার্ডের প্রভারির দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য এই দায়িত্ব দিয়ে তাঁদের নিয়োগ করেছেন। অর্থাৎ একেকটি ওয়ার্ডে পুরসভার নির্বাচনে দলের দুজন প্রভারী থাকবেন।

হাইলাকান্দি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রভারি নিযুক্ত হয়েছেন রাহুল সূত্রধর ও সানি বিশ্বাস। ২ নম্বর ওয়ার্ডের প্রভারি রজত চন্দ ও অজয় সামন্ত। ৩ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুব্রত শর্মামজুমদার ও আশিস দে। ৪ নম্বর ওয়ার্ডের দায়িত্ব পেয়েছেন যুব মোর্চার সভাপতি সঞ্জয় রায় ও পঙ্কজ পাল। ৫ নম্বর ওয়ার্ডে ড. মিলন দাস ও সুমিত শর্মা। ৬ নম্বর ওয়ার্ডে জেলা ওবিসি বোর্ডের চেয়ারম্যান জওহরলাল নাথ ও রঞ্জিত চক্রবর্তী। ৭ নম্বর ওয়ার্ডের প্রভারির দায়িত্ব পালন করবেন সৈকত দত্তচৌধুরী ও কাজল দে। ৮ নম্বর ওয়ার্ডে মনোজিত সেন ও অসিত দাস। ৯ নম্বর ওয়ার্ডে কাবেরী পাশোয়ান ও রাজজ্যোতি শর্মা। ১০ নম্বর ওয়ার্ডে অনামিকা আচার্য ও শুভম চক্রবর্তী। ১১ নম্বর ওয়ার্ডে গৌতম গুপ্ত ও জেলা সংখ্যালঘু সেলের চেয়ারম্যান আমজাদুল হোসেন মজুমদার। ১২ নম্বর ওয়ার্ডের প্রভারি নিযুক্ত হয়েছেন সুদীপ দেব ও কৌশিক চক্রবর্তী। ১৩ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে দলের প্রাক্তন জেলা সভাপতি নেপাল চক্রবর্তী ও প্রবীণ নেতা কানন চক্রবর্তীকে। ১৪ নম্বর ওয়ার্ডে প্রাক্তন জেলা সভাপতি মিহির চক্রবর্তী ও জীবন দেবনাথ। ১৫ নম্বর ওয়ার্ডে প্রাক্তন জেলা সভাপতি মনীন্দ্র দেবনাথ ও কানাই দেবনাথ এবং ১৬ নম্বর ওয়ার্ডের প্রভারী নিযুক্ত হয়েছেন যুব মোর্চার প্রাক্তন জেলা সভাপতি সঞ্জয় দে ও লিটন পাল।

অনুরূপভাবে ১০ সদস্য-বিশিষ্ট লালা নগর সমিতির প্রভারি নিযুক্ত করেছেন জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য। সেখানে ১ নম্বর ওয়ার্ডের প্রভারি নিয়োজিত হয়েছেন সুমন দাস ও ধরনী দেবনাথ। ২ নম্বর ওয়ার্ডের প্রভারী হয়েছেন জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক সন্দীপন পাল ও নিরঞ্জন দেবনাথ। ৩ নম্বর ওয়ার্ডের প্রভারি হয়েছেন প্রাক্তন সাধারণ সম্পাদক বিভাস সিংহ ও কুমার সিংহ। ৪ নম্বর ওয়ার্ডে দলের প্রবীণ নেতা কামাক্ষাপ্রসাদ পুরকায়স্থ ও অভিজিৎ আচার্য। ৫ নম্বর ওয়ার্ডের প্রভারি সন্দীপ সিংহ ও পরীক্ষিত কুমার বণিক। ৬ নম্বর ওয়ার্ডে দেবর্ষি পালচৌধুরী ও সুব্রত পাল। ৭ নম্বর ওয়ার্ডে প্রদেশ কমিটির নেতা বিমল বারই ও স্বপন কুমার নন্দী। ৮ নম্বর ওয়ার্ডের প্রভারি হয়েছেন চা মোর্চার নেতা কিরণ তেলি ও সুভাষ নাথ। ৯ নম্বর ওয়ার্ডে দলের প্রবীণ নেতা রাজকুমার দাস ও নাণ্টু নাথ এবং ১০ নম্বর ওয়ার্ডের প্রভারি নিযুক্ত হয়েছেন দলের জেলা কমিটির প্রাক্তন সভাপতি সুব্রতকুমার নাথ ও রজত ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *