কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : শনিবার বাণীবন্দনায় মাতলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সরস্বতী পুজোর দিনে অঞ্জলি দিলেন তিনি। এদিন সকাল সকাল বাড়ির পাশে স্ত্রী ডোনার স্কুলে অঞ্জলি দিতে গিয়েছেন তিনি। উপস্থিত সবার সঙ্গে কথা বলতেও দেখা যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতিকে।
সরস্বতী পুজোয় কলকাতায় থাকলে সাধারণত স্ত্রী ডোনার নাচের স্কুল দীক্ষা মঞ্জরীতে অঞ্জলি দিতে যান সৌরভ। এ বারেও তার অন্যথা হয়নি। তবে এ বার একাই ছিলেন তিনি। মেয়ে সানার পড়াশোনার জন্য ডোনা তাঁর সঙ্গে লন্ডনে রয়েছেন। অঞ্জলি দেওয়ার পরে সেখানে উপস্থিত অনেককেই দেখা যায় সৌরভের সঙ্গে ছবি তুলতে।
রবিবার থেকে আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজ শুরু হচ্ছে ভারতের। সেই কারণে আমেদাবাদ উড়ে যাওয়ার কথা সৌরভের। তার আগে কলকাতায় সরস্বতী পুজোতে অংশ নিলেন তিনি।