আগরতলা, ৪ ফেব্রুয়ারি : রাজ্যের ইট ভাটার শ্রমিকদের মজুরী ২০% বৃদ্ধির দাবী সহ আরও কিছু বিষয় নিয়ে শুক্রবার শ্রম কমিশনারের দ্বারস্থ হন ইট ভাটা শ্রমিক ইউনিয়নের ত্রিপুরা রাজ্য কমিটি। রাজ্য সরকার এবং শ্রম দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। এদিনের তাদের কর্মসূচীর বিষয়ে বিস্তারিত জানান ইউনিয়নের প্রতিনিধিরা। সংগঠনের রাজ্য নেতা তপন দাস জানান, ২০১৮ সালে বিজেপি-আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে ইটভাটা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হয়নি। তাতে ইটভাটা শ্রমিকরা জটিল সমস্যার সম্মুখীন। তিনি আরো জানান, গত বামফ্রন্ট সরকারের আমলে ইটভাটা শ্রমিকদের প্রতি ন্যায় বিচার করা হয়নি। অবিলম্বে ইটভাটা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার দাবি জানিয়েছেন তিনি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন।
2022-02-05