ভারতে ৫-লক্ষের গণ্ডি পেরোল কোভিডে মৃত্যু, ১৩ শতাংশ কমল দৈনিক সংক্ৰমণ

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): ভারতে ৫-লক্ষের গণ্ডি পেরিয়ে গেল কোভিডে মৃত্যু সংখ্যা। স্বস্তির বিষয় হল, বিগত কিছু দিন ধরে দেশে কমছে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৩৯৪ জন, এই সংখ্যা আগের দিনের তুলনায় ১৩ শতাংশ কম। বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ১,০৭২ জন রোগীর। ভারতে দৈনিক সংক্রমণের হার এই মুহূর্তে ৯.২৭ শতাংশ।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১,৪৩,৫৫,৬৯-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৯৮,৩৫২ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ৩.৪২ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৫৫ লক্ষ ৫৮ হাজার ৭৬০ জন প্রাপক, ফলে ভারতে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ১,৬৮,৪৭,১৬,০৬৮ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১,০৭২ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,০০,০৫৫ জন (১.১৯ শতাংশ)। বৃহস্পতিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২,৪৬,৬৭৪ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,০০,১৭,০৮৮ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৫.৩৯ শতাংশ। নতুন করে ১,৪৯,৩৯৪ জন সংক্রমিত হওয়ার পর ভারতে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪,১৯,৫২,৭১২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *