BRAKING NEWS

ধস শেয়ার বাজারে, পড়ল সূচক

মুম্বই, ৩ ফেব্রুয়ারি (হি . স.) : ফের ধস শেয়ার বাজারে। বৃহস্পতিবার বাজার খুলতেই পড়ল সূচক। বাজার খোলার সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ১৭৮ পয়েন্ট পড়ে যায়। সূচক পৌঁছয় ৫৯, ৩৮০ ঘরে। পতন ঘটে নিফটির সূচকেরও। নিফটির সূচক পড়ে ৫০ পয়েন্ট। পৌঁছয় ১৭ হাজারের ঘরে (১৭, ৭৩১)।

আন্তর্জাতিক বাজারেও শেয়ার সূচকের পতন লক্ষ্য করা গিয়েছে। সূচকের পতন ঘটলেও বেশ কয়েকটি সংস্থার শেয়ার লাভের মুখ দেখেছে। সেই সব সংস্থার মধ্যে রয়েছে টাটা কনজিউমার প্রোডাক্টস, টাইটান, এশিয়ান পেন্টস, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, বিপিসিএল। কিছুটা হলেও ক্ষতির মুখ দেখেছে টেক মাহিন্দ্রা, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, বাজাজ ফাইনান্সিয়ান সার্ভিস, বাজাজ ফাইনান্স, এইচসিএল টেক। তবে বন্দে ভারত প্রকল্পের প্রভাব পড়েছে শেয়ার বাজারে। এই প্রকল্পের ঘোষণা করতেই, শেয়ার বাজারে চড়চড় করে বেড়েছে বিভিন্ন রেল কোম্পানির শেয়ারের দর। এই তালিকায় আছে আইআরসিটিসি থেকে শুরু করে আইআরকন, রেল বিকাশ নিগম। আইআরসিটিসি- এর শেয়ারের দর প্রায় ৩.৭ শতাংশ বেড়েছে। বর্তমানে শেয়ার প্রতি দর দাঁড়িয়েছে ৯০০ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *