নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): ফের সস্তা হল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। জাতীয় তেল মার্কেটিং কোম্পানিগুলি মঙ্গলবার বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৯১.৫০ টাকা কমিয়েছে। দাম কমার পর দিল্লিতে এদিন থেকেই ১,৯০৭ টাকায় বিক্রি হয়েছে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার। পাশাপাশি সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে দাম একই রইল গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের।
কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৮৯ টাকা কমে এসে দাঁড়িয়েছে ১,৯৮৭ টাকাতে। আগে এই দাম ছিল ২,০৭৬ টাকা। দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম হয়েছে ১,৯০৭ টাকা। দাম কমেছে ৯১.৫০ টাকা। এই ১৯ কেজি সিলিন্ডারগুলি মূলত হোটেল-রেস্তোরাঁগুলিতেই ব্যবহৃত হয়। ফলে এই সিলিন্ডারের দাম কমার ফলে হোটেল-রেস্তোরাঁ মালিকরা স্বস্তি পেলেন।