আজ ১৯ জনের হাতে অসমের অসামরিক সর্বোচ্চ তিন শ্রেণির পুরস্কার প্রদান করবেন মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ২৪ জানুয়ারি (হি.স.) : আজ সোমবার রাজ্য সরকার কর্তৃক নতুন প্রবর্তিত অসমের সর্বোচ্চ অসামরিক তিন শ্রেণির পুরস্কার ‘আসাম বৈভব’, ‘আসাম সৌরভ’ এবং ‘আসাম গৌরব’ নির্বচিত প্রাপকদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। সূচি অনুযায়ী বিকেল তিনটা থেকে শুরু হবে শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রের আন্তর্জাতিক মিলয়াতনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এজন্য গোটা কলাক্ষেত্র চত্বরকে সাজিয়ে তোলা হয়েছে।

প্রথম ক্যাটাগরির ‘আসাম বৈভব’ পুরস্কারে থাকবে নগদ পাঁচ লক্ষ টাকা, দ্বিতীয় ক্যাটাগরির ‘আসাম সৌরভ’ পুরস্কারে থাকবে নগদ চার লক্ষ টাকা এবং তৃতীয় ক্যাটাগরির ‘আসাম গৌরব’ পুরস্কারের জন্য নগদ তিন লক্ষ টাকা করে সম্মাননা-প্রাপকদের দেওয়া হবে। এই তিনটি ক্যাটাগরির জন্য প্রতি বছর ২ ডিসেম্বর ১৯ জনকে রাজ্যের এই সর্বোচ্চ পুরস্কার দিয়ে সম্মানিত করা হবে। তবে এবার যেহেতু প্রথমবারের জন্য এই পুরস্কার প্রবর্তন করা হয়েছে, তাই এ বছরের পুরস্কার আজ ২৪ জানুয়ারি (২০২২) প্রাপকদের হাতে তুলে দিয়ে সম্মানিত করা হবে।
এবার যাঁদের এই তিন ক্যাটাগরির পুরস্কার দেওয়া হবে তাঁরা যথাক্রমে ‘আসাম বৈভব’-এর জন্য একজন, তিনি বিশিষ্ট শিল্পপতি রতন টাটা; ‘আসাম সৌরভ’ পুরস্কারের জন্য পাঁচজন। তাঁরা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক কমলেন্দু দেব ক্রোরি, জনসেবার জন্য আইপিএস আধিকারিক ড. লক্ষমণন এস, বাণিজ্য ব্যবস্থাপনা ক্ষেত্রে অধ্যাপক দীপকচাঁদ জৈন, ক্রীড়া ক্ষেত্রে বক্সার লাভলিনা বড়গোহাঁই এবং কলা ও সংস্কৃতির ক্ষেত্রে নীলপবন বরুয়া।
‘আসাম গৌরব’ পুরস্কারের জন্য ১৩ জন, তাঁরা যথাক্রমে জনসেবা ও টিকাদানের জন্য রাজ্যের স্বাস্থ্য দফতরের অধিকর্তা মুনীন্দ্রনাথ নাতে, স্বাস্থ্য ও কোভিড ব্যবস্থাপনা ক্ষেত্রে গুয়াহাটি মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. বসন্ত হাজরিকা, পল্ট্রি ফার্মিঙের জন্য আকাশজ্যোতি গগৈ, শূকর ফার্মিঙের জন্য মনোজ কুমার বসুমতারি, খেলাধুলা এবং পর্বতারোহণের জন্য খরসিং তারাং, নারী সশক্তিকরণের ক্ষেত্রে মিলিজুলি আত্মসহায়ক গোটের ববি হাজরিকা, বয়ন শিল্পের জন্য গুণমালা, নামাঘোষা গামোছায় লেখার জন্য হেমপ্ৰভা চুতিয়া, ভ্যাকসিন নিতে গণ-সজাগতা সৃষ্টি করার জন্য বর্ণিতা মোমিন, বন্যপ্রাণী সংরক্ষণের জন্য ধরণীধর বড়ো, কৃষি রফতানি ও উদ্যোগের জন্য কৌশিক বরুয়া, জনসেবার জন্য কল্পনা বড়ো এবং বি বরুয়া চিকিৎসা প্ৰতিষ্ঠানে বোন মেরু চিকিৎসার জন্য ডা. আসিফ ইকবাল।
প্রসঙ্গত, অসমে দুরারোগ্য ব্যাধি ক্যানসারের চিকিৎসা ক্ষেত্ৰে বিশেষ অবদানের জন্য শিল্পপতি রতন টাটাকে রাজ্যের সর্বোচ্চ ‘আসাম বৈভব’ অসামরিক পুরস্কার দিয়ে সম্মানিত করা হবে।