ফের স্কুল খুলল মুম্বই-সহ মহারাষ্ট্রে, কোভিড নিয়ে আতঙ্কে অভিভাবকরা

মুম্বই, ২৪ জানুয়ারি (হি.স.): করোনার আতঙ্কের মধ্যেই মহারাষ্ট্রে ফের খুলে গেল স্কুল। সোমবার সপ্তাহের শুরু থেকেই মুম্বই-সহ মহারাষ্ট্রের সর্বত্রই কোভিড-বিধি মেনে খুলেছে স্কুল। সোমবার থেকে মহারাষ্ট্রে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হয়েছে, ফের শিক্ষাঙ্গনে ফিরে খুশি ছাত্র-ছাত্রীরা। তবে, অভিভাবকদের মধ্যে আতঙ্ক তো রয়েছেই কোভিড নিয়ে।

চলতি মাসের শুরুতে মহারাষ্ট্র সরকার জানিয়েছিল, করোনা-সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল, কলেজ বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু বর্তমানে সংক্রমণ ক্রমশ কমছে, তাই স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার থেকেই রাজ্যে খুলে দেওয়া হয়েছে স্কুল। আপাতত ১৫ থেকে ১৮ বছর বয়সিদের ও শিক্ষক-শিক্ষাকর্মীদের টিকা নেওয়ার ওপর জোর দেওয়ার হচ্ছে। স্কুলে মাস্ক ব্যবহার করা সম্পূর্ণ বাধ্যতামূলক করা হয়েছে।