জেনেভা, ২৪ জানুয়ারি (হি.স.): ওমিক্রনই কী করোনার শেষ রূপ, না-কি এরপরও আসতে পারে করোনার নতুন কোনও রূপ তা নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তে আসতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছেন, ওমিক্রন রূপই (কোভিড-১৯) শেষ প্রজাতি তা ধরে নেওয়া বিপজ্জনক। হু আরও জানিয়েছে, আমরা মহামারীর একেবারে শেষলগ্নে রয়েছে কি-না সেটা বলাও কঠিন।
করোনাভাইরাসের শেষ যে রূপটিকে ‘ভেরিয়্যান্ট অব কনসার্ন’ বলে নভেম্বরে ঘোষণা করেছে হু, সেটি ওমিক্রন। এই ওমিক্রন গোটা বিশ্বজুড়ে তান্ডব চালিয়ে যাচ্ছে। ইউরোপ, এশিয়া, আমেরিকা সর্বত্রই ওমিক্রনের প্রকোপে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে, বিশ্বের সিংহভাগ মানুষ টিকা নিয়ে নেওয়ায় ওমিক্রনের ভয় তুলনামূলক কম।

