জাতীয় কন্যা শিশু দিবসে নরেন্দ্র মোদীর বার্তা

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি. স.) : জাতীয় কন্যা শিশু দিবসে বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার টুইটারে তিনি লিখেছেন, “জাতীয় কন্যা শিশু দিবস আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার এবং কন্যা শিশুর ক্ষমতায়নের চলমান প্রচেষ্টাকে আরও জোরদার করার একটি উপলক্ষ। এটি বিভিন্ন ক্ষেত্রে কন্যা শিশুর অনুকরণীয় কৃতিত্ব উদযাপন করার একটি দিন। আমাদের সরকার কর্তৃক গৃহীত প্রতিটি উন্নয়ন উদ্যোগে, আমরা কন্যা শিশুর ক্ষমতায়ন এবং আমাদের নারী শক্তিকে শক্তিশালী করার জন্য অপরিসীম অগ্রাধিকার দিয়ে থাকি। আমাদের লক্ষ্য কন্যা শিশুর মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি সুযোগ-সুবিধা নিশ্চিত করা।“