ফিরছে স্বস্তি, ব্রিটেনে কোভিড-সংক্ৰমণ ও মৃত্যু উভয়ই নিম্নমুখী

লন্ডন, ২৪ জানুয়ারি (হি.স.): অনেকগুলি খারাপ দিন প্রত্যক্ষ করার পর ধীরে ধীরে স্বস্তি ফিরছে ব্রিটেনে। ব্রিটেনে এই মুহূর্তে নিম্নমুখী কোভিড-আক্রান্তের সংখ্যা, মৃত্যুতেও রাশ টানা সম্ভব হয়েছে। ব্রিটেনে বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৭৯৯ জন, এই সময়ে মৃত্যু হয়েছে ৭৫ জনের। সংক্ৰমণ ও মৃত্যু উভয়ই তুলনামূলক কম।

মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম হলেও, সংক্ৰমণ চিন্তা বাড়াচ্ছে। ব্রিটেনে এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছেন ১৫,৮৫৯,২৮৮ জন, মোট মৃত্যুর সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ৮৬২ জন। সুস্থতাও বাড়ছে, করোনাকে হারিয়ে ব্রিটেনে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১২,২২২,৩৭২ জন। ব্রিটেনে এই মুহূর্তে করোনার সংক্ৰমণ বৃদ্ধির জন্য মূলত ওমিক্রনই দায়ী।