১৫ বা তার কম বয়সী শিশুদের প্রবেশ নিষেধ রাজপথের কুচকাওয়াজে

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি. স.) : যাদের বয়স, ১৫ বা তার কম তাদের জন্য দিল্লির রাজপথে আসন্ন কুচকাওয়াজে প্রবেশ নিষিদ্ধ। এছাড়াও যারা টিকা নেননি তাদেরও প্রবেশ নিষেধ। সোমবার সকালে দিল্লি পুলিশের তরফ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এদিন জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,যাঁরা করোনার দুটি টিকা নিয়েছেন, একমাত্র তারা প্রবেশ করতে পারবেন । তবে দেখাতে হবে কোভিড সার্টিফিকেট।মহড়া চলাকালীন মাস্ক পরা বাধ্যতামূলক। দিল্লি পুলিশের টুইটার হ্যান্ডেলে টুইট, ‘করোনার দুটি টিকা নেওয়া অত্যন্ত জরুরি। যারা দুটি টিকা নিয়েছেন, একমাত্র তারাই কুচকাওয়াজ বসে দেখার অনুমতি পাবেন। তবে মহড়া চলাকালীন বা যিনি দেখতে এসেছে, তিনি যতক্ষণ থাকবেন, মুখে মাস্ক পরে থাকতে হবে। এবছর ১৫ বছর বা যাদের বয়স ১৫ বছরের নীচে, তাদের অনুমতি দেওয়া হচ্ছে না।’
জানা গিয়েছে, করোনাবিধির কথা মাথায় রেখেই সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সকাল সাতটা থেকে শুরু হবে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ। সাধারণতন্ত্র দিবসে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য দিল্লি পুলিশের তরফ থেকে ওই দিন ২৭ হাজার পুলিশকর্মী নিয়োগ করা হবে।