নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.) : দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও এখনও সেটা ভালমতো উদ্বেগজনক। পজিটিভিটি রেট, অ্যাকটিভ কেস দুটোই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আবার সঙ্গে নতুন করে চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর পরিসংখ্যান। তবে এখনও দৈনিক সংক্রমণ থাকল তিন লক্ষের উপরই। বেড়েছে দৈনিক সংক্রমণের হার ও মৃত্যুও।
রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া করোনা বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা তিন লক্ষ ৩৩ হাজার ৫৩৩ জন। যা শনিবার ছিল তিন লক্ষ ৩৭ হাজার ৭০৪ জন। তবে বেড়েছে দৈনিক সংক্রমণের হার। শনিবার যা ছিল ১৭.২২ শতাংশ, রবিবার তা খানিক বেড়ে হয়েছে ১৭.৭৮ শতাংশ। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল, তিন কোটি ৯১ লক্ষ। দেশে এখনও করোনা আক্রান্তের নিরিখে প্রথম স্থানে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৩৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৮ জনের। গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫২৫ জনের। শনিবার তা ছিল ৪৮৮ জন।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ২১ লক্ষ ৮৭ হাজার ২০৫ জন। যা আগের দিনের থেকে প্রায় ৭৩ হাজার বেশি। এই সংখ্যাটা বিশেষজ্ঞদের মধ্যে রীতিমতো ভয় ধরাচ্ছে। যদিও পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৬৫ লক্ষ ৬৫০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ১৬৮ জন।