মুম্বইয়ের ২০-তলা বহুতলে আগুন-আতঙ্ক; মৃত্যু দু’জনের, আহত ১৫ জন

পুলিশ ও দমকল সূত্রের খবর, শনিবার সকাল সাতটা নাগাদ ২০-তলা কমলা বিল্ডিংয়ের ১৮-তলায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ১৩টি ইঞ্জিন, সাতটি জলের ট্যাঙ্কার। লেভেল-৩ পর্যায়ের আগুন লাগে। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, প্রাণে বাঁচানো গেল না দু’জনকে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের কয়েকজনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। আগুন কীভাবে লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।

মুম্বই, ২২ জানুয়ারি (হি.স.): বাণিজ্যনগরী মুম্বইয়ে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল সেন্ট্রাল মুম্বইয়ের তারদেও এলাকায় অবস্থিত একটি ২০-তলা আবাসিক বহুতলে। শনিবার সকাল সাতটা নাগাদ ভাটিয়া হাসপাতালের কাছে অবস্থিত কমলা বিল্ডিংয়ের ১৮-তলায় আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে দু’জনের এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর জানিয়েছেন, বয়স্ক ৬ জনের অক্সিজেনের প্রয়োজন থাকায় তাঁদের তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে।

পুলিশ ও দমকল সূত্রের খবর, শনিবার সকাল সাতটা নাগাদ ২০-তলা কমলা বিল্ডিংয়ের ১৮-তলায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ১৩টি ইঞ্জিন, সাতটি জলের ট্যাঙ্কার। লেভেল-৩ পর্যায়ের আগুন লাগে। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, প্রাণে বাঁচানো গেল না দু’জনকে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের কয়েকজনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। আগুন কীভাবে লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।