কুমারঘাট, ২২ জানুয়ারি : জাতীয় সড়ক নির্মাণ কাজে নিযুক্ত ঠিকাদারি সংস্থা এসপিএ কনস্ট্রাকশন কুমারঘাট এলাকায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চলছিল। কুমারঘাটে গড়ে ওঠা শ্রমিক শেডে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে হুক লাইন টেনে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিদ্যুৎ নিগমের আধিকারিকরা গতকাল জাতীয় সড়ক নির্মাণ কাজে নিযুক্ত এসপি কনস্ট্রাকশনের ওই শ্রমিক শেডে হানা দেয়। হানা দিয়ে তারা অভিযোগের সত্যতা পান। অবৈধ বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে প্রচুর পরিমাণ তার এবং জল উত্তোলনের মোটর সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। হুক লাইনে বিদ্যুৎ চুরি করে জ্বালানোর অপরাধে জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা এসপিএ কনস্ট্রাকশন কে এক লক্ষ আট হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে বলে বিদ্যুতের কর্মকর্তারা জানিয়েছেন।
2022-01-22

