গাঁজা বাগান ধ্বংস

বিলোনিয়া, ২২ জানুয়ারি : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার পুরাতন রাজবাড়ী থানা এলাকায় গাজা বিরোধী অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেয়েছে পুলিশ ও বিএসএফ। ঘটনার বিবরণে জানা গেছে, সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে বিলোনীয়ার পিআরবাড়ি থানাধীন রাজনগর এলাকায় গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেল পুলিস ও বিএসএফ।  গাঁজা বিরোধী অভিযানে নেমে সংশ্লিষ্ট এলাকা থেকে ৪ হাজার ৭০০টি গাঁজা গাছ ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে যৌথ বাহিনী। পরে গাঁজা গাছগুলি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এধরণের অভিযান আগামীদিনে চলবে বলে জানিয়েছেন পি আর বাড়ি থানার এসআই অর্জুন চাকমা। জানা গেছে পার্শ্ববর্তী এলাকা গুলিতেও এ ধরনের গাঁজার বাগান গড়ে উঠেছে।