ভুবনেশ্বর, ২২ জানুয়ারি (হি.স.): মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর। শনিবার দুপুর ২.১৬ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫। কম্পন টের পাওয়া যায় ওডিশার পুরী, ভুবনেশ্বরেও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, শ্বিবর দুপুর ২.১৬ মিনিট নাগাদ ৪.৫ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় বঙ্গোপসাগরে, সমুদ্রপৃষ্ঠের ১০০ কিলোমিটার গভীরে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি আরও জানিয়েছে, ওডিশার বেরহামপুরের ১৬১ কিলোমিটার দক্ষিণে, পুরীর ২৩০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ও ভুবনেশ্বরের ২৮১ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ওডিশার বিভিন্ন জেলায় ভূমিকম্প টের পাওয়া যায়। মৃদু তীব্রতার ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

