কলকাতা, ২১ জানুয়ারি (হি.স.) : করোনাকালে স্কুল বন্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। শুক্রবার এ নিয়ে মন্তব্য করলেন মেঘালয় ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।তথ্যগতবাবু টুইটারে শুক্রবার লিখেছেন, পশ্চিমবঙ্গে অন্য সব কিছু খোলা রেখে জোর করে স্কুল বন্ধ করা, বাচ্চাদের উপর নিছক অত্যাচার। এটা কি শুধুই তুঘলক-সদৃশ প্রতিক্রিয়া ? নাকি এর পিছনে কোন গভীর উদ্দেশ্য আছে, যেমন শিশুদের শিক্ষা থেকে বঞ্চিত করা এবং তাদের সমবয়সীদের সঙ্গ থেকে বঞ্চিত করা? স্কুলের মতোই রবীন্দ্র সরোবর হ্রদ মর্নিং ওয়াকারদের জন্য বন্ধ। সুলতান ওরফে কলকাতার মেয়রের নির্দেশে। কিন্তু কেন ? খোলা জায়গায় লোকেদের হাঁটার ফলে কি কোভিডের বিস্তার আরও বাড়বে ? না! ‘আমিও কিছু করেছি’ দেখানোটা শুধু বাধ্যতামূলক!
2022-01-21

