আগরতলা, ২১ জানুয়ারি : নাইট কারফিউ চলাকালে রাজধানী আগরতলা শহর সহ বিভিন্ন স্থানে চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। গতকাল রাতে রাজধানী আগরতলা শহরের দূর্গা চৌমুহনী বাজারে শিবু মজুমদারের দোকানের দরজার তালা ভেঙে চোরের দল ভিতরে ঢুকে ৯০ হাজার টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। এছাড়া শংকর চৌমুহনী এলাকায় আগরতলা পৌর নিগমের মেয়রের অফিসে হানা দিয়ে চোরের দল অফিসের যাবতীয় জিনিসপত্র তছনছ করে দিয়েছে। শংকর চৌমুহনী এলাকায় একটি কালীমন্দিরের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে চোরেরা চুরির ঘটনা সংঘটিত করেছে। মন্দিরের প্রণামী বাক্স ভেঙ্গে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে গেছে চোরের দল। পরপর এসব ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল রাতে নাইট কারফিউ চলাকালে দূর্গা চৌমুহনী বাজারে হানা দেয় চোরের দল। দূর্গা চৌমুহনী বাজারের শিবু মজুমদারের দোকানের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে সিগারেটসহ মূল্যবান প্রায় ৯০ হাজার টাকা জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে। শুক্রবার সকালে স্থানীয় লোকজনেরা দরজার তালা ভাঙ্গা দেখে দোকানের মালিককে খবর দেন। দোকানের মালিক এসে লক্ষ করেন ঘরের ভিতরে থাকা সিগারেটসহ মূল্যবান অন্যান্য জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে চোরের দল। এ ব্যাপারে রামনগর আউটপোস্টের পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে চুরি যাওয়া জিনিস পত্র উদ্ধারের কোনো সংবাদ নেই।
উল্লেখ্য, দূর্গা চৌমুহনী বাজারে গত এক মাসের মধ্যে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। পর পর বাজারে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় বাজারের ব্যবসায়ী সহ স্থানীয় জনমনে রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। রাত্রিকালীন পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য দাবি উঠেছে। নাইট কারফিউ চলাকালে পুলিশের টহলের মধ্যে কিভাবে এ ধরনের চুরির ঘটনা ঘটে চলেছে তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দূর্গা চৌমুহনী বাজারের ব্যবসায়ীরা।

