করোনায় আক্রান্ত সস্ত্রীক হরভজন সিং

মুম্বই, ২১ জানুয়ারি (হি.স.) : করোনায় আক্রান্ত প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। তাঁর স্ত্রী গীতা বসরাও রিপোর্টও পজিটিভ এসেছে। আপাতত কোয়ারান্টিনে রয়েছেন হরভজন।শুক্রবার সকালে টুইটে করোনা আক্রান্ত হওয়ার কথা জানান ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং। টুইটে হরভজন লিখেছেন, ‘আমি করোনা পজিটিভ। কিছু উপসর্গ রয়েছে। আমি নিজেকে কোয়ারান্টিন করে রেখেছি। এছাড়াও গুরুত্বপূর্ণ যা যা বিধি মেনে চলার তা মেনে চলছি।’ সম্প্রতি সংস্পর্শে আসা প্রত্যেককে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন হরভজন।