মাদ্রাসা শিক্ষকরা বেতন দাবিতে সোচ্চার

আগরতলা, ২০ জানুয়ারি : রাজ্যের মাদ্রাসার শিক্ষকরা গত তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। ফলে মাদ্রাসায় কর্মরত শিক্ষকরা জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন। অবিলম্বে তাদের বকেয়া তিন মাসের বেতন মিটিয়ে দেওয়ার জন্য দাবি জানিয়েছেন। অবিলম্বে দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলেও ইঙ্গিত দিয়েছেন।


এদিকে ত্রিপুরা মাদ্রাসা শিক্ষক এসোশিয়েশনের সোনামুড়া বিভাগীয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ-সভাপতি সাদেক মিঞা সহ অন্যান‍্যরা। এই আলোচনা সভায় বেশ কিছু দাবি তুলে ধরা হয়েছে রাজ্য সরকারের উদ্দেশ্যে। বিশেষ করে মাদ্রাসা শিক্ষকদের কেন্দ্রীয় হারে বেতন প্রদানের দাবিটি গুরুত্ব পায় এই আলোচনা সভায়। মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়াসহ মাদ্রাসাগুলি উন্নয়নে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য তারা রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন।