বিজেপি-তে যোগ দিলেন প্রাক্তন সপা বিধায়ক প্রমোদ, গেরুয়া শিবিরে প্রিয়াঙ্কা মৌর্যও

লখনউ, ২০ জানুয়ারি (হি.স.): অখিলেশ যাদবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন অনেক আগেই। এবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন সমাজবাদী পার্টির প্রাক্তন বিধায়ক প্রমোদ গুপ্তা, বৃহস্পতিবার বিজেপি-তে যোগ দিয়েছেন প্রমোদ। প্রমোদ গুপ্তা হলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের শ্যালক। প্রমোদ গুপ্তা ছাড়াও এদিন বিজেপি-তে যোগ দিয়েছেন প্রাক্তন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা মৌর্যও।

উত্তরপ্রদেশে ভোট আসছে। আর যথারীতি শুরু হয়ে গিয়েছে দলবদলের পালা। এক দিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব। আর বৃহস্পতিবার মুলায়মের শ্যালক যোগ দিলেন বিজেপিতে। প্রাক্তন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা মৌর্যও যোগ দিয়েছেন বিজেপি-তে। এর আগে অখিলেশ যাদবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে প্রমোদ বলেছিলেন, “মুলায়ম সিং যাদবকে বন্দী করে রেখেছেন অখিলেশ এবং দলে তাঁর অবস্থান খুবই খারাপ… অপরাধী এবং জুয়াড়িদের সমাজবাদী পার্টিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।”