গোরক্ষপুরে যোগীর বিরুদ্ধে প্রার্থী ভীম আর্মির চন্দ্রশেখর আজাদ

লখনউ, ২০ জানুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে গোরক্ষপুরে চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গোরক্ষপুর শহর যোগীর বিরুদ্ধে প্রার্থী হচ্ছে ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ। দলিত নেতা আজাদ গত বছরই জানিয়ে দিয়েছিলেন, যোগীর বিরুদ্ধে প্রার্থী হবেন তিনি।

গত ১৫ জানুয়ারি প্রথম প্রার্থিতালিকা প্রকাশের সময় বিজেপির তরফে ঘোষণা করেছিল, গোরক্ষপুর শহর থেকে প্রার্থী হচ্ছেন যোগী আদিত্যনাথ। গোরক্ষপুর (শহর) আসনে ভোট হবে ৩ মার্চ। গোরক্ষপুর লোকসভা কেন্দ্রের ৫ বারের সাংসদ যোগী। এবার নিজে থেকেই ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ করেন যোগী। বিজেপি শীর্ষ নেতৃত্ব কোনও ঝুঁকি না নিয়ে ঘরের মাঠেই প্রার্থী করল যোগীকে। এই প্রথম বিধানসভা ভোটে লড়ছেন যোগী।
প্রসঙ্গত, ২০১৭ সালে উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে ৩১২টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। প্রায় ৪০ শতাংশ ভোট নিজের দখলে রেখেছিল গেরুয়া শিবির। ‌সমাজবাদী পার্টি ৪৭টি আসনে জয়লাভ করে। মায়াবতী বিএসপির দখলে ছিল মাত্র ১৯টি আসন। সেবার কংগ্রেস মাত্র ৭টি আসন পায়। উত্তরপ্রদেশে এবার ৭ দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই রাজ্যে নির্বাচন শুরু হবে ১০ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৭ মার্চ। ভোটের ফলাফল ঘোষণা হবে ১০ মার্চ।