সাংরুরের ধুরি থেকে লড়বেন ভগবন্ত মান, ঘোষণা আপ-এর

মোহালি, ২০ জানুয়ারি (হি.স.): আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনে সাংরুরের ধুরি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আম আদমি পার্টি (আপ)-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান। বৃহস্পতিবার কেজরিওয়ালের দলের পক্ষ থেকে তা জানিয়ে দেওয়া হয়েছে। এদিন মোহালিতে সাংবাদিক সম্মেলন করে আপ নেতা রাঘব চাড্ডা জানিয়েছেন, আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান সাংরুর জেলার ধুরি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

পঞ্জাবে আম আদমি পার্টি (আপ)-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হতে চলছেন তা গত মঙ্গলবারই জানিয়ে দেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল জানান, পঞ্জাবে আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হলেন সাংরুর লোকসভা আসনের আপ সাংসদ ভগবন্ত মান। কিন্তু, ভগবন্ত কোথা থেকে লড়বেন, তা অজানা ছিল। এরপর বৃহস্পতিবার জানানো হল, সাংরুর জেলার ধুরি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভগবন্ত মান। উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারির বদলে ২০ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে পঞ্জাবে।