নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার

তেলিয়ামুড়া, ১৯ জানুয়ারি৷৷ পঞ্চাশোর্ধ ব্যক্তির পঁচাগলা মৃতদেহ গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে৷ মৃত ব্যাক্তির নাম দুলাল দাস৷ বাড়ি তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি এলাকায়৷ তিনি পেশায় ফেরিওয়ালা৷ তাঁর অস্বাভাবিক মৃত্যুতে এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে৷


জানা গছে, শনিবার সকাল ১১ টা নাগাদ দুলাল দাস তার সহধর্মিণীর কাছ থেকে ৫০০ টাকা নিয়ে পূজোর বাজার করতে যায় মাইগঙ্গা বাজারে৷ মাইগঙ্গা বাজারে পুজোর বাজার করতে গিয়ে আর বাড়ি ফিরে আসেননি তিনি৷ বাড়ির লোকেরা তার বাড়ি না ফিরে আসায় চিন্তিত হয়ে পড়েন৷ বুধবার সকাল নাগাদ মাইগঙ্গা রেল ব্রিজ সংলগ্ন জঙ্গলে গাছে ঝুলন্ত অবস্থায় দুলাল দাসকে দেখতে পান স্থানীয় মানুষ৷ প্রথমে তাকে কেউ চিনতে না পারলেও পরবর্তী সময়ে সনাক্ত হয় এটি গোলাবাড়ি এলাকার বাসিন্দা দুলাল দাসের মৃতদেহ৷


মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে দুলাল দাসের আত্মীয়-পরিজন ঘটনাস্থলে ছুটে যায় এবং ঝুলন্ত মৃতদেহটি সনাক্ত করেন৷ এদিকে মৃতদেহ উদ্ধারের ঘটনার খবর তেলিয়ামুড়া থানায় দেওয়া হয়৷ তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে যান প্রায় তিন থেকে চার ঘণ্টা পর৷ পরে অবশ্য মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে নিয়ে আসে৷ এদিকে ময়নাতদন্ত শেষে দুলাল দাসের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷