প্রিটোরিয়া, ১৯ জানুয়ারি (হি. স.) : দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার একটি চিড়িয়াখানায় করোনা আক্রান্ত হয়ে অসুস্থ একাধিক সিংহ। তার মধ্যে বেশ কয়েকটি সিংহ গুরুতর অসুস্থ।
স্থানীয় সূত্রে খবর, ওই চিড়িয়াখানায় যারা সিংহদের দেখাশোনা করে তাঁদের থেকেই করোনা আক্রান্ত হয়েছে সিংহগুলি। এর আগে অনেক দেশেই পশুপাখি করোনা আক্রান্ত হয়েছে, কিন্তু তাঁদের মধ্যে সংক্রমণের মাত্রা এত বেশী ছিল না। ফলে স্বাভাবিকভাবেই বিশেষজ্ঞ মহলে প্রশ্ন উঠছে করোনার নতুন স্ট্রেন প্রসঙ্গে। অনেকেরই সন্দেহ এটা করোনার কোনও নতুন স্ট্রেন হতে পারে। স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুযায়ী, ওই চিড়িয়াখানার একটি পশুদের জলাধার থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছে সেই নমুনা পরীক্ষা করার পরেই করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন গবেষকরা।

