বিজেপি ওবিসি মোর্চার নেতা আক্রান্ত

উদয়পুর, ১৯ জানুয়ারি : উদয়পুরের সোনামুড়া চৌমুহনীতে শাসক দল বিজেপির ওবিসি মোর্চার নেতা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত নেতার নাম তাপস দেবনাথ। ঘটনার বিবরণে জানা গেছে, জসিম মিয়া নামে এক যুবক ওবিসি মোর্চার নেতা তাপস দেবনাথ এর উপর সোনামুড়া চৌমুহনীতে প্রাণঘাতী হামলা চালায়। হামলায় ওবিসি মোর্চার নেতা তাপস দেবনাথ অল্পবিস্তর আহত হয়েছেন।


সমাজদ্রোহী জসিম মিঞা পোদ্দারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাকে ঘিরে বিজেপি কর্মীসমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত জসীম মিয়ার বিরুদ্ধে নানাবিধ সমাজ বিরোধী কার্যকলাপের অভিযোগ রয়েছে। অভিযুক্তের নাম উল্লেখ করে রাধাকিশোর পুর থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার সংবাদ নেই। অভিযুক্তকে গ্রেফতার এবং কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।