আগরতলা, ১৯ জানুয়ারি : আমতলী থানা এলাকার চৌমুহনী বাজারের নবীন টিলা এলাকার জঙ্গল থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তির নাম স্বদেশ সরকার। বুধবার দুপুর নাগাদ স্থানীয় লোকজন জঙ্গলে মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজনদের খবর দেন। খবর পাঠানো হয় আমতলী থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। স্বদেশ সরকার নামে ওই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের সংবাদে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেন ওই ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সে বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশ অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।
2022-01-19

