ত্রিপুরায় আরও তীব্র করোনার তান্ডব, ২৪ ঘন্টায় সংক্রমিত ১৩৮৫, মৃত চার এবং সক্রিয় বেড়ে ৬৪৯১

আগরতলা, ১৮ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় করোনার ভয়াল থাবা আরও তীব্র হয়েছে। নমুনা পরীক্ষার বেড়েছে, ফলে দৈনিক করনাক্রান্তের সংখ্যায় মারাত্মক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। কিন্ত, মৃত্যুর সংখ্যাতেও বৃদ্ধি দুশ্চিন্তা ভীষণভাবে বাড়িয়ে দিয়েছে। ফলে, আগামী দিনে ত্রিপুরায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে বলে অনুমান করা হচ্ছে। কারণ, করোনার দৈনিক সংক্রমণ প্রায় প্রতিদিন অতীতের সমস্ত রেকর্ড ভেঙ্গে এগিয়ে চলেছে। স্বাভাবিকভাবেই, দৈনিক সংক্রমণের হারও আগের সমস্ত রেকর্ড ভেঙ্গে চুড়মার করে দিয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, পশ্চিম ত্রিপুরা কার্যত করোনার এপিসেন্টারে পরিণত হয়েছে। বিশেষ করে আগরতলা পুর নিগম এলাকায় সারা ত্রিপুরায় সবচেয়ে ঝুকিপূর্ণ অবস্থানে রয়েছে।


ত্রিপুরায় গত ২৪ ঘন্টায় ১৩৮৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। অবশ্য চার শতাধিক করোনা আক্রান্ত সুস্থও হয়েছেন। কিন্ত, করোনা আক্রান্তের মৃত্যু নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। লাগাতর মৃত্যু করোনার তৃতীয় ঢেউয়ে দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে, সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬৪৯১।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৭৭৩ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৮৫৪৮ জনকে নিয়ে মোট ৯৩২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ৭৮ জন এবং রেপিড অ্যান্টিজেনে ১৩০৭ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলে গত ২৪ ঘণ্টায় মোট ১৩৮৫ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে। করোনার নমুনা পরীক্ষা বেড়ে যাওয়ায় দৈনিক সংক্রমণের হার আবারও বৃদ্ধি পেয়ে হয়েছে ১৪.৮৬ শতাংশ। গতকাল ৫৪১৭ জনের নমুনা পরীক্ষায় ৬৪১ জনের দেহে নতুন করে করোনার সংক্রমণের খোজ মিলেছিল এবং দৈনিক সংক্রমণের হার ছিল ১১.৮৩ শতাংশ।


এদিকে, সুস্থতা কিছুটা স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৪৯২ জন করোনার সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। তাতে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৬৪৯১ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৯২৯৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৮৫৫৬১ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার বেড়ে হয়েছে ৪.১০ শতাংশ। তেমনি, সুস্থতার হার কমে হয়েছে ৯২.১০ শতাংশ। এদিকে ০.৯১ শতাংশ হয়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৮৪১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, পশ্চিম জেলাই করোনা সংক্রমণে শীর্ষস্থান দখলে রেখেছে। শুধু তাই নয়, পশ্চিম ত্রিপুরা জেলায় পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে। এছাড়া চারটি জেলায় শতাধিক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৬১০ জন, উত্তর জেলায় ৮৭ জন, সিপাহীজলা জেলায় ৯৬ জন, দক্ষিণ জেলায় ১৩৭ জন, ধলাই জেলায় ১৩২ জন, ঊনকোটি জেলায় ১৪৫ জন, খোয়াই জেলায় ৪৫ জন এবং গোমতি জেলায় ১৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।