Immunization : টিকাকরণে বর্ষপূর্তিতে স্বাস্থ্যকর্মী, বিজ্ঞানী এবং দেশবাসীকে অভিনন্দন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.) : ভারতে এক বছর পূর্ণ হল করোনা টিকাকরণ। এক বছরে ১৫৬ কোটির মাইল ফলক ছুঁয়েছে টিকাকরণের হার। দেশের এই বড় সাফল্যে রবিবার টুইট করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। বিশ্বের সবচেয়ে সফল টিকাদান অভিযানের বর্ষপূর্তিতে সমস্ত স্বাস্থ্যকর্মী, বিজ্ঞানী এবং দেশবাসীকে অভিনন্দন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ।

ভারতের এই টিকাকরণে প্রথম থেকে দেশবাসীর পাশে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি বলেন, বিশ্বের বৃহত্তম টিকা অভিযানে নতুন মাইলফলক অর্জন!স্বাস্থ্যকর্মী, প্রথম সারির কর্মী এবং ৬০ বছর বা তার বেশি বয়সি নাগরিকদের জন্য বুস্টার ডোজ দেওয়া পুরোদমে চলছে। বর্তমানে ৪০ লাখেরও বেশি ব্যক্তি এই ডোজ পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে শুরু হওয়া এই অভিযান আজ ‘সবকা প্রয়াস’-এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে সফল টিকাদান অভিযান। সমস্ত স্বাস্থ্যকর্মী, বিজ্ঞানী এবং দেশবাসীকে অভিনন্দন।


উল্লেখ্য, ২০২০ সালের আজকের দিনে দেশে স্বাস্থ্য পরিষেবা এবং ফ্রন্টলাইন কর্মীদের ভ্যাকসিনের ডোজ দেওয়া শুরু হয়। তারপরে ৬০ বছরের বেশি বয়সি এবং ৪৫-৬০ বছর বয়সি কো-মর্বিডিটি থাকা ব্যক্তিদের জন্য ১ মার্চ টিকাদান অভিযানটি শুরু করা হয়।যা গত বছর ২২ অক্টোবরের মধ্যেই ১০০ কোটির মাইল ফলক ছোঁয়। দেশ জুড়ে তেরঙা আলোয় সেজে ওঠে ১০০টি সৌধ। দেশের করোনাজয়ী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা জানাতে দেশের ১০০ টি সৌধে জ্বালানো হয় আলো। এরপর এই বছরের শুরুর দিকে ৩ জানুয়ারি থেকে কিশোরদের (১৫-১৮ বছর) জন্য টিকা দেওয়া শুরু করে।