কলকাতা, ১৭ জানুয়ারি (হি.স.): ফের অগ্নিকাণ্ড মহানগরীতে, এবার আগুন লাগল সিঁথির রামলীলা বাগানের বস্তিতে। বিধ্বংসী আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে কয়েকটি সারমেয় শাবকের। বস্তির বেশিরভাগ ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকলের চারটি ইঞ্জিনের অক্লান্ত চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও সারমেয়দের প্রাণে বাঁচানো যায়নি।
স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে সিঁথির রামলীলা বাগানের বস্তিতে আগুন লাগে। শীতে বেশ কয়েকটি সারমেয় সেখানে আশ্রয় নিয়েছিল। এই আগুনে তারা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এখানে দাহ্য বস্তু ছিল বলেই আগুন ছড়িয়ে পড়ে তাড়াতাড়ি। স্থানীয় বাসিন্দারা পাতকুয়ো থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও প্রকৃত কারণ এখনও অজানা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকের বহু জিনিসপত্র নষ্ট হয়েছে। ঝলসে গিয়েছে বাড়ির একাংশও। যাঁদের বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে তাঁরা এই শীতে কীভাবে রাত কাটাবেন বুঝে উঠতে পারছেন না।

