পরিবারের একজন সদস্যই পাবেন টিকিট, এটাই বিজেপির নীতি : পুষ্কর সিং ধামি

দেহরাদূন, ১৭ জানুয়ারি (হি.স.): হরক সিং রাওয়াতকে ঠিক কী কারণে বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে, সেই উত্তর দিয়ে দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধামি বলেছেন, “পরিবারের সদস্যদের জন্য নির্বাচনে লড়ার টিকিট চেয়ে দলের মধ্যে চাপ সৃষ্টি করছিলেন তিনি, কিন্তু আমাদের নীতি ভিন্ন।” পুষ্কর আরও বলেছেন, “নির্বাচনের জন্য পরিবারের একজন সদস্যকেই টিকিট দেওয়া হবে।”

বিজেপি থেকে বহিষ্কৃত হওয়ার মন ভারাক্রান্ত হরক সিং রাওয়াতের, সোমবার কথা বলার সময় কেঁদে ফেলেন তিনি। বিজেপি থেকে বহিষ্কৃত হয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দেগেছেন এই নেতা। বলেছেন, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁরা (বিজেপি নেতৃত্ব) আমার সঙ্গে একবারও কথা বলেনি। একইসঙ্গে দাবি করেছেন, উত্তরাখণ্ডে এবার কংগ্রেসই জিতবে। তিনি কংগ্রেসের হয়ে কাজ করবেন।