কংগ্রেসে ফিরলেন পাটিয়ালার প্রাক্তন মেয়র বিষ্ণু শর্মা, স্বাগত জানালেন সিধু

পাটিয়ালা, ১৭ জানুয়ারি (হি.স.): কংগ্রেসে ফিরে এলেন পঞ্জাবের পাটিয়ালার প্রাক্তন মেয়র বিষ্ণু শর্মা। সোমবার কংগ্রেসে প্রত্যাবর্তন করেছেন তিনি। কংগ্রেস পরিবারে বিষ্ণু শর্মাকে স্বাগত জানিয়েছেন পঞ্জাব কংগ্রেসের প্রদেশ সভাপতি নভজ্যোৎ সিং সিধু। পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ও তাঁর স্ত্রী প্রীনিত কৌরের সঙ্গে মতপার্থক্যের কারণে কংগ্রেস ছেড়েছিলেন বিষ্ণু শর্মা।

২০০৩ সালে পঞ্জাবে কংগ্রেস সরকারের সময় পাটিয়ালার মেয়র ছিলেন বিষ্ণু শর্মা, পাটিয়ালা আরবান থেকে কংগ্রেসের টিকিটের দিকে আপাতত নজর রয়েছে তাঁর, যেখানে কংগ্রেস এখনও পর্যন্ত পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য কোনও প্রার্থী দেয়নি, অমরিন্দর সিং কংগ্রেস ছেড়ে পাঞ্জাব লোক কংগ্রেস গঠন করেছেন।