তরুণ ভারতের টিকা নেওয়ার উৎসাহে আপ্লুত মনসুখ, অভিনন্দন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.): এই তো সেদিন শুরু হল, মাত্র ১৪ দিনের মাথায় ভারতে ৩.৫ কোটিরও বেশি ১৫-১৮ বছর বয়সী তরুণ-তরুণী কোভিড-টিকার প্রথম ডোজ নিয়ে ফেলেছেন। তরুণ ভারতের এই টিকা নেওয়ার উৎসাহ দেখে আপ্লুত ও উচ্ছ্বসিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। টুইট করে সকলকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।

সোমবার টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন, কোভিড টিকাকরণের জন্য তরুণ ভারতের মধ্যে দারুণ উৎসাহ। ৩ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ৩.৫ কোটিরও বেশি ১৫-১৮ বছর বয়সী তরুণ-তরুণী কোভিড-টিকার প্রথম ডোজ নিয়েছেন। আমার সমস্ত তরুণ বন্ধুদের অভিনন্দন যারা টিকা পেয়েছেন।