আবুধাবিতে বিমানবন্দরে আগুন, ড্রোন-হামলায় তিনটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ

দুবাই, ১৭ জানুয়ারি (হি.স.): ড্রোন হামলায় ‘সামান্য’ আগুন ধরে গেল আবুধাবির প্রধান বিমানবন্দরে, মূলত নিশানায় ছিল জ্বালানির ট্যাঙ্কার। ড্রোনের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয় তিনটি জ্বালানি ট্যাঙ্কারে। তবে, এই হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আবুধাবি পুলিশ জানিয়েছে, বিমানবন্দরে মৃদু আগুন লেগেছিল, স্টোরেজ ফেসিলিটির কাছে তিনটি পেট্রোলিয়াম পরিবহন ট্যাঙ্কারে পৃথক বিস্ফোরণ ঘটেছে।

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সংযুক্ত আরব আমিরশাহিতে হামলা চালানোর দাবি করেছে। আবুধাবি পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ছোট উড়ন্ত বস্তু উড়ে আসে, সম্ভবত ড্রোনের অন্তর্গত। দুটি এলাকায় পড়ার কারণে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে। এর থেকে বেশি তথ্য না দিয়ে পুলিশ জানিয়েছে, কোনও হতাহতের ঘটনা ঘটেনি।