এক ধাক্কায় ৩ ডিগ্রি পারদ-পতন কলকাতায়,শীতের প্রত্যাবর্তন সমগ্র দক্ষিণবঙ্গে

কলকাতা, ১৭ জানুয়ারি (হি.স.): পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটতেই এক ধাক্কায় ৩ ডিগ্রি নামল কলকাতার তাপমাত্রার পারদ। তিলোত্তমায় ঠাণ্ডা তো বেড়েছেই, শীতের প্রত্যাবর্তন হয়েছে সমগ্র দক্ষিণবঙ্গে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ .৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম, এর আগে রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে হালকা কুয়াশা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যায় আকাশ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’-তিনদিন শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে, ফলে আরও কিছুদিন বজায় থাকবে শীতের আমেজ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটতেই দ্রুত নামছে তাপমাত্রার পারদ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিছুদিন আগে ‘অলিখিতভাবে’ বিদায় নিয়েছিল শীত, শীতের ভরা মরশুমে বৃষ্টিও হয়েছিল। এবার পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই তাপমাত্রা নামছে পশ্চিমবঙ্গে। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গে এখন জাঁকিয়ে শীত।