করবুক, ১৫ জানুয়ারি : অল্পেতে রক্ষা পেল একটি যাত্রীবাহী গাড়ি। গাড়িটি তীর্থমুখ থেকে মন্দিরঘাট যাত্রী নিয়ে যাচ্ছিল। পথে নোনাছড়া এলাকায় আচমকা বিপত্তি দেখা দেয়। ফলে যাত্রীবাহী গাড়িটি এক সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
জানা গেছে, বেহাল রাস্তার কারণে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। বিপদ বুঝে তড়িঘড়ি যাত্রীরা গাড়ি থেকে নেমে যেতে শুরু করেন। গাড়িটিকেও নিয়ন্ত্রনে আনেন তারা। জানা গেছে, গাড়ির চালক সহ সকল যাত্রী সুরক্ষিত আছেন। কারও শরীরে আঘাত লাগেনি। এক্ষেত্রে গাড়িচালকের বুদ্ধিমত্তা এবং ছাত্রদের সহযোগিতার কারণেই তারা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন বলে জানা গেছে।

