পাঁচ রাজ্যের ভোট নিয়ে নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক সপ্তাহ বাড়াল নির্বাচন কমিশন, ছাড় ঘরোয়া বৈঠকে

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স) : জন সমাবেশ ও রোড শো-এর ওপর নিষেধাজ্ঞা আরও এক সপ্তাহ বাড়ল। শনিবার নির্বাচন কমিশনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলির প্রচারের ক্ষেত্রে আগেই বেশকিছু নিষেধাজ্ঞা চাপিয়েছিল কমিশন। সেই নিষেধাজ্ঞা ১৫ জানুয়ারি অবধি রাখা হয়েছিল, তবে এবার সেই নিষেধাজ্ঞাই বাড়িয়ে ২২ জানুয়ারি করা হল।

আসন্ন উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, মণিপুর এবং গোয়ায় পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটমুখী এই পাঁচ রাজ্যে এখনই সশরীরে জনসভা বা মিছিল করতে পারবে না রাজনৈতিক দলগুলি। ভোট ঘোষণার সময় জারি নিষেধাজ্ঞা আরও এক সপ্তাহ বজায় রাখল নির্বাচন কমিশন। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই ভোটমুখী রাজ্যগুলিতে সশরীরে জমায়েতে নিষেধাজ্ঞা বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফে।
গত ৮ জানুয়ারি এই পাঁচ রাজ্যের নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। সেসময় কোভিড পরিস্থিতিতে ভোটপ্রচারে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়। মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র জানিয়ে দেন, ১৫ জানুয়ারি পর্যন্ত কোনও রোড শো, পদযাত্রা, সাইকেল-বাইক র‍্যালি করা যাবে না। করা যাবে না কোনও জনসভা। ১৫ তারিখের পর পরিস্থিতি খতিয়ে দেখে জনসভার অনুমতি দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কমিশনের দেওয়া সেই নিষেধাজ্ঞার মেয়াদ শনিবারই শেষ হচ্ছে। কিন্তু ভোট ঘোষণার পর গত এক সপ্তাহে দেশের করোনা পরিস্থিতির উন্নতি বদলে অবনতি হয়েছে। ভোটমুখী রাজ্যগুলিতেও বাড়ছে সংক্রমণ। তাই বাধ্য হয়েই এই নিষেধাজ্ঞাগুলির মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। আগের মতোই রাজনৈতিক দলগুলিকে ডিজিটাল এবং ভার্চুয়াল মাধ্যমে প্রচারে জোর দিতে অনুরোধ করছে কমিশন। তবে এদিন সামান্য স্বস্তি দিয়েছে কমিশন। রাজনৈতিক দলগুলি এবার থেকে সর্বোচ্চ ৩০০ জন নিয়ে ইন্ডোর মিটিং করতে পারবে। সেটাও হলের ৫০ শতাংশের বেশি দর্শক নিয়ে করা যাবে না।