আগরতলা, ১৪ জানুয়ারি : প্রেমিকের হাত ধরে পালালেন গৃহবধু। খবরে প্রকাশ, রাজধানী আগরতলা শহর সংলগ্ন সুভাষ নগরের এক গৃহবধূর স্বামী সন্তানকে ফেলে অপর এক যুবকের হাত ধরে পালিয়ে গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, মাত্র তিন বছর আগে ওই গৃহবধুর সামাজিক প্রথায় বিয়ে হয়েছিল। তারা সপরিবারে সুভাষ নগরের ভাড়া বাড়িতে থাকত। তাদের একটি সন্তানও রয়েছে। এরই মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। স্বামী সম্পর্ক বজায় রাখার জন্য বহু চেষ্টা করেছে বলে দাবি। কিন্তু তার স্ত্রী অপর এক যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে। তাকে বারবার সাবধান করার পরও সে কোনো কথা মানতে রাজি হয়নি। শেষ পর্যন্ত জয়নগর এলাকায় বাদল গোস্বামী নামে এক যুবকের হাত ধরে পালিয়ে গেছে বলে অভিযোগ।
এব্যাপারে সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর করে কোন হদিস না পেয়ে শেষ পর্যন্ত আগরতলা পূর্ব মহিলা থানায় এ ব্যাপারে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত মহিলাকে উদ্ধারের কোনো সংবাদ নেই।

