ফের রাতের অন্ধকারে পুড়ল গাড়ি

আগরতলা, ১৪ জানুয়ারি : রাতের অন্ধকারে আবারও গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। রাজধানী আগরতলা শহর সংলগ্ন এডি নগর থানাধীন শচীন্দ্রলাল মধ্য চারিপাড়া এলাকায় গতকাল মধ্যরাতে একটি মারুতি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। মারুতি গাড়ির মালিকের নাম সোমা বেগম।


জানা যায়, অন্যান্য দিনের মতোই মারুতি গাড়িটি বাড়ির উঠানে রাখা ছিল। গভীর রাতে হঠাৎ তারা পোড়া গন্ধ পেয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। ঘর থেকে বেরিয়ে তারা লক্ষ্য করেন মারুতি গাড়িতে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে তারা দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। বাহিনীর কর্মীরা দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে মারুতি গাড়িটি।


দমকল বাহিনীর তৎপরতা আগুন বাড়ির অন্যান্য ঘরে ছড়াতে পারেনি। অল্পেতে রক্ষা পেয়েছে বসতবাড়িটি। পরিবারের লোকজন জানিয়েছেন এটি নাশকতামূলক ঘটনা হতে পারে। কেননা সকাল থেকেই বাড়ির উঠানে দাঁড়ানো অবস্থায় ছিল গাড়িটি। গাড়িতে অগ্নিসংযোগ করে না থাকলে হঠাৎ করে আগুন লাগার কথা নয়।


এ ব্যাপারে এ ডি নগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত ঘটনার কোন খুঁজে পায়নি পুলিশ। গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের ক্ষোভের সঞ্চার হয়েছে।