ছাবিবশ ঘন্টা পথ অবরোধ করেও মহোৎসবের অনুমতি দিল না প্রশাসন, ভেস্তে গেল সকল আয়োজন

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৩ জানুয়ারি৷৷ ছাবিবশ ঘন্টা পথ অবরোধ করেও মহোৎসবের অনুমতি দিলনা প্রশাসন৷ভেস্তে গেল সকল আয়োজন৷ বর্তমান করোনা পরিস্থিতির কারনে প্রশাসনিক তরফে তারকপুর কালাচাঁদ মিলন মন্দিরের মহোৎসবের অনুমতি না দেওয়াতে মন্দির কতৃপক্ষ ও সানীয় জনগণ বুধবার সকাল এগারোটা থেকে কদমতলা-রানী বাড়ি সড়ক অবরোধ করে বসেন৷চলে বৃহস্পতিবার দুপুর একটা পর্যন্ত৷ কিন্তু কোন প্রশাসনিক আধিকারিক অকুস্থলে এসে পথ অবরোধকারীদের বিকল্প ব্যবস্থা অথবা আশ্বস্ত করেন নি৷ অবশেষে টানা ছাবিবশ ঘন্টা পথ অবরোধের পর সকল আয়োজনে জল ঢেলে মহোৎসব বাতিলের সিদ্ধান্ত নেয় মন্দির কতৃপক্ষ৷

স্বাভাবিকভাবে বাৎসরিক মহোৎসব ভেস্তে যাওয়ায় ক্ষোভে ফুঁসছেন ধর্মপ্রাণ জনগণ৷ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার কদমতলা ব্লকাধীন তারকপুর কালাচাঁদ মিলন মন্দিরে মকর সংক্রান্তির দিন থেকে পঞ্চাশ তম বার্ষিক মহোৎসব হওয়ার কথা ছিল৷ কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কারনে মঙ্গলবার জেলাশাসকের কাছে অনুমতি চেয়েছিলেন মন্দির কতৃপক্ষ৷

জেলাশাসক উৎসবের অনুমতি দিলেও মেলা করার অনুমতি দেননি৷ কিন্তু বুধবার সকালে কদমতলা থানার ওসি মেলা এবং বাৎসরিক উৎসব দুটোই বন্ধের নির্দেশ দেন৷ কিন্তু তারকপুর কালাচাঁদ মিলন মন্দিরে দীর্ঘ ঊনো পঞ্চাশ বছর থেকে বাৎসরিক উৎসব পালিত হচ্ছে৷ তাই কদমতলা থানার ওসি মহোৎসব না করার নির্দেশ দেওয়াতে মন্দির কতৃপক্ষ সহ এলাকাবাসীরা বুধবার সকাল এগারোটা থেকে কদমতলা-রানীবাড়ী সড়ক অবরোধ করে বসেন৷তাদের বক্তব্য, প্রশাসন কভিড বিধি মেনে ছোট্টো পরিসরে বাৎসরিক মহোৎসব করার অনুমতি প্রদান করুক৷ পথ অবরোধ চলে টানা ছাবিবশ ঘন্টা৷

কিন্তু কোন প্রশাসনিক আধিকারিক অকুস্থলে এসে বিকল্প ব্যবস্থা অথবা অবরোধকারীদের আশ্বস্ত করেন নি বলেও অভিযোগ৷ অবশেষে টানা ছাবিবশ ঘন্টা পথ অবরোধের পর বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ কালাচাঁদ মিলন মন্দির কতৃপক্ষ ও সানীয় জনগণ তাদের অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ প্রত্যাহার করে আপাতত মহোৎসব বন্ধই করে দিলেন৷

স্বাভাবিকভাবে ঐতিহ্যবাহী তারকপুর কালাচাঁদ মিলন মন্দিরের বাৎসরিক মহোৎসব ভেস্তে যাওয়াতে ক্ষোভে ফুঁসছেন ধর্মপ্রাণ জনগণ৷ পাশাপাশি টানা ছাবিবশ ঘন্টা কদমতলা-রানী বাড়ি সড়ক অবরোধের ফলে যাত্রীদের দূর্ভোগ পোহাতে হয়৷