জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মারপিটে আহত ছয়, আটক দুই

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৩ জানুয়ারি৷৷ জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মারপিটে আহত উভয় পক্ষের ছয় জন৷ সকলেই কদমতলা হাসপাতালে চিকিৎসাধীন৷ আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন ফারুক মিয়া ওরফে বাচ্চু নামের এক ব্যক্তি৷ পুলিশ একটি মামলা হাতে নিয়ে দিলওয়ার হোসেন ও শিলু মিয়া নামের দুই যুবককে আটক করে তদন্ত শুরু করে দিয়েছে৷ ঘটনা কদমতলা থানাধীন বরগোল গ্রাম পঞ্চায়েতের জুলাইবাসা এলাকায়৷

ঘটনার বিবরনে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ উত্তর জেলার কদমতলা থানাধীন বরগোল গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের ফারুক মিয়া ওরফে বাচ্চু ও দুলু মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে প্রচন্ড মারপিট হয়৷ ফারুক মিয়া ওরফে বাচ্চু তার নিজের যায়গাতে বেড়া দিতে আসলে অপর সীমানার দুলু মিয়া বাঁধা দেয় বলে অভিযোগ৷ যদিও দুলু মিয়ার বক্তব্য, উক্ত জায়গাটি তার৷ তখন উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে হাতাহাতিতে রূপ নেয়৷ অভিযোগ, একটা সময় দুলু মিয়া ও তার আত্মীয় পরিজন মিলে দা লাঠি দিয়ে ফারুক মিয়া ও বাচ্চুকে আক্রমণ করলে তার আত্মীয়-স্বজনরা ছুটে আসে৷ তাতে তাদের উপরও আক্রমণ চালায় দুলু ও তার সাগরেদরা৷ তাদের আক্রমণে আহত হয় ফারুক মিয়া ওরফে বাচ্চু (৩৮), তমিরুন নেশা (২৮), আজিরুন বেগম (৪৬) এবং
রুফিনা বিবি(৫৫)৷

অপরদিকে আক্রমনে আহত হয় অপর পক্ষের দুলু মিয়া(২৮) এবং গোলাইস মিয়া(৫০)৷ রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে থাকা উভয়পক্ষের ছয়জনকে তাদের আত্নীয় ও এলাকাবাসীরা তড়িঘড়ি কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে আসে৷ কর্তব্যরত চিকিৎসক সকলের প্রাথমিক চিকিৎসা করে হাসপাতাল ভর্তি করে দেন৷ তবে ফারুক মিয়া ওরফে বাচ্চুর মাথায় আঘাত গুরুতর হওয়াতে আশঙ্কাজনক অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করেন৷ বর্তমানে ফারুক মিয়া আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনার খবর পেয়ে কদমতলা থানার পুলিশ অকুস্থলে ছুটে গিয়ে সরেজমিনে তদন্ত করে একটি মামলা হাতে নিয়েছে৷ সাথে অপরপক্ষ দুলু মিয়ার আত্মীয় দিলওয়ার হোসেন(২৬) এবং শিলু মিয়া (২৭) নামের দুই যুবককে আটক করে কদমতলা থানায় নিয়ে আসে৷ গোটা ঘটনায় জুলাইবাসা এলাকা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে৷