ভামব্রির পরাজয়, অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ালিফায়ারেই শেষ সিঙ্গেলসে ভারতের লড়াই

মেলবোর্ন, ১৩ জানুয়ারি (হি.স.) : বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের সিঙ্গেলস ড্রয়ের প্রধান রাউন্ডের কোয়ালিফায়ারে হেরে গেল ভারতের য়ুকি ভামব্রি। বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্রের টমাস মাশাকের বিরুদ্ধে স্ট্রেট সেটে ১-৬, ৩-৬ ব্যবধানে একেবারে উড়ে গেলেন সদ্য কামব্যাক ঘটানো ভামব্রি। ভামব্রির হারের ফলে অস্ট্রেলিয়ান ওপেনের সিঙ্গেলসে কোয়ালিফায়ারেই শেষ হয়ে গেল ভারতের লড়াই।

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের সিঙ্গেলস ড্রয়ের প্রধান রাউন্ডে কোয়ালিফাই করার ক্ষেত্রে ভারতের তরফে শেষ আশা ছিলেন য়ুকি ভামব্রি। তবে বৃহস্পতিবার ভামব্রির পরাজয়ের সঙ্গে সঙ্গেই ভারতের আশাও ভঙ্গ হয়ে গেল। চেক প্রজাতন্ত্রের
টমাস মাশাকের বিরুদ্ধে কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেননি তিনি। চেক টেনিস তারকা মাশাক সাম্প্রতিক সময়ে বেশ ভাল ফর্মে রয়েছেন। গত বছরের শেষে নভেম্বরেই সিঙ্গেলস (১৩১) এবং ডাবলস (৪৭০), উভয় বিভাগেই নিজের কেরিয়ার সেরা রাঙ্কিংয়ে পৌঁছেছেন তিনি। তাঁর বিরুদ্ধে স্ট্রেট সেটে ১-৬, ৩-৬ ব্যবধানে একেবারে উড়ে গেলেন সদ্য কামব্যাক ঘটানো ভামব্রি। গত ম্যাচে ভামব্রির দুর্দান্ত নেট প্লে দেখে সাময়িক আশা জাগলেও তিনি শেষমেশ হতাশই করলেন।

ভামব্রির আগে রামকুমার রামানাথনও সিঙ্গেলস বিভাগে গ্র্যান্ড স্ল্যামের মুখ্য ড্রয়ে পৌঁছানোর নিজের ২৩তম প্রয়াশে ব্যর্থ হন। মহিলাদের সিঙ্গেলস বিভাগেও বিশ্বের ২০৩ নম্বর মহিলা টেনিস তারকা অঙ্কিতা রায়নাও মাত্র ৫০ মিনিটে বিনা প্রতিরোধেই পরাজিত হন। ইউক্রেনের লেসিয়া সুরেঙ্কো ৬-১, ৬-০ ব্যবধানে স্ট্রেট সেটে পরাজিত করেন অঙ্কিতাকে। ফলে, গত বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম যুক্তরাষ্ট্র ওপেনের মত এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের সিঙ্গেলসেও কোনো ভারতীয়কে কোর্টে দেখা যাবে না।