সপা-কে খোঁচা রাউতের, বললেন উত্তর প্রদেশে কোনও দলের সঙ্গে জোট নয়

লখনউ, ১৩ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশে কোনও দলের সঙ্গে জোট করবে না শিবসেনা। জানিয়ে দিলেন শিবসেনার সাংসদ ও নেতা সঞ্জয় রাউত। একইসঙ্গে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকে খোঁচা দিয়ে সঞ্জয় রাউত বলেছেন, সমাজবাদী পার্টির সঙ্গে মতাদর্শগত পার্থক্য রয়েছে শিবসেনার। উত্তর প্রদেশে এবার পরিবর্তন আনাই লক্ষ্য বলে জানিয়েছেন সঞ্জয় রাউত।

ইতিমধ্যেই সঞ্জয় রাউত জানিয়েছেন, উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে ৫০ থেকে ১০০টি আসনে লড়বে শিবসেনা। এরপর বৃহস্পতিবার সকালে তিনি বলেছেন, “উত্তর প্রদেশে কোনও জোটের মধ্যে থাকছে না শিবসেনা। সমাজবাদী পার্টির সঙ্গে আমাদের মতাদর্শগত পার্থক্য রয়েছে, আমরা উত্তর প্রদেশে পরিবর্তন চাইছি। উত্তর প্রদেশে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি, কিন্তু আমরা কখনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিনি শুধুমাত্র বিজেপিকে আঘাত না করার জন্য।” উল্লেখ্য, উত্তরপ্রদেশে সাত দফায় ভোট হবে। প্রথম দফা ১০ ফেব্রুয়ারি, দ্বিতীয় দফা ১৪ ফেব্রুয়ারি, তৃতীয় দফা ২০ ফেব্রুয়ারি, চতুর্থ দফা ২৩ ফেব্রুয়ারি, পঞ্চম দফা ২৭ ফেব্রুয়ারি, ষষ্ঠ দফা ৩ মার্চ এবং সপ্তম দফা ৭ মার্চ। ভোটগণনা হবে ১০ মার্চ।